‘পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য’এর ধারণা – নোবেল মঞ্চে ক্লদিয়া গোল্ডিনের অবদান

 তাঁর গবেষণার বিষয় মূলত অর্থনীতির ইতিহাস ও সেই ইতিহাসের নিরিখে নারীর অবস্থান নির্ণয় করা। জটিল তত্ত্বের চেয়েও আর্থ-সামাজিক পরিসরে নারীর অবস্থান সঠিক ভাবে নির্ণয় করা, সংখ্যা ও যুক্তির সাহায্যে তাকে প্রতিষ্ঠা করা, তদুপরি এর ফলে আধুনিক সমাজব্যবস্থা ও মানসিকতার পরিবর্তনের পরবর্তীতেও বিশেষ করে পেশাগত ক্ষেত্রে কর্মী-নারী বা working femaleদের সঠিক অবস্থান কোথায়, সেই সমস্ত বিষয়গুলিকে সকলের সামনে গাণিতিক পরিসংখ্যানে তুলে আনতেই ক্লদিয়ার গবেষণা সাহায্য করেছে।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 December, 2023 | 284 | Tags : Claudia Goldin  Economics  Nobel Prize  Sveriges Riksbank Prize in Economic Sciences  Gender Pay Gap